সন্ত্রাসের বিরুদ্ধে একজোট ছয় গ্রামবাসী

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বীণাপাণি গ্রামের নুরুল হক ও তাঁর বাহিনীর হাত থেকে রক্ষা পেতে ছয়টি গ্রামের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন করেছে।
আজ শনিবার সকালে বীণাপাণি বাজারে ছয়টি গ্রামের শত শত নারী ও পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ‘নির্যাতনের শিকার’ আবদুস সালাম, মোস্তফা কামাল রিপন, জাকির হোসেন মহসিন ও জাকির সর্দার।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নূরুল হক বাহিনী বিভিন্ন সময় স্থানীয় ছয়টি গ্রামের নিরীহ মানুষের জমি দখল, লুটপাট ও নির্যাতন করে আসছে। তাঁর বাহিনীর তাণ্ডবে স্থানীয় বীণঅপাণি, বলতলা, পশ্চিম শৌলজালিয়া, লতাবুনিয়া, পূর্ব কৈখালী ও দক্ষিণ কৈখালী গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সর্বশেষ বীণাপাণি গ্রামের সিরাজুল ইসলাম নামের এক আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রকাশ্যে হত্যাচেষ্টা চালায় নূরুল হক। মধ্যযুগীয় কায়দায় তাঁকে নির্যাতন করা হয়। বর্তমানে তিনি আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বক্তারা আরো বলেন, নূরুল হক ও তাঁর বাহিনী গ্রামগুলোর অর্ধশত পরিবারকে নির্মম নির্যাতনের মাধ্যমে জমি দখল করেছে।