বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি খুলনা বিভাগীয় বিএনপির

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশীমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওলিউল্লাহকে (৪০) ‘ক্রসফায়ারের’ নামে হত্যার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতারা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুণ্ডু রোববার এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
খুলনা মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি নেতারা বলেছেন রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা বানোয়াট ১৩টি মামলার আসামি হিসেবে কারা নির্যাতিত বিএনপি নেতা ওলিউল্লাহ আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে দীর্ঘ আড়াই বছর জীবন বাঁচাতে এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন। পরিবার-পরিজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য তিনি বাড়ি ফিরেছিলেন। ঈদ শেষে শনিবার সন্ধ্যায় ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে শ্যামনগর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং গভীর রাতে ক্রসফায়ারের নাটক সাজিয়ে তাঁকে হত্যা করে।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধী মতের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি, জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার এবং বিএনপিকে নেতৃত্বশূন্য করার আওয়ামী চক্রান্তের অংশ হিসেবে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে আড়াল করতে গণতন্ত্রহীন বাংলাদেশে সরকারের গোয়েবলসীয় মিথ্যাচার ও পাইকারি হারে বিরোধী মতাদর্শের রাজনৈতিক নেতাকর্মীদের বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ চালিয়ে বিএনপির অগ্রযাত্রাকে রোখা যাবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিএনপির নেতারা বলেন, সরকার গত আট বছরে তাদের দুঃশাসনকে দীর্ঘায়িত করতে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারপ্রধান ও তাঁর অনুগত নেতাদের ক্রমাগত মিথ্যাচার জনগণকে বিভ্রান্ত করতে পারেনি।
বিএনপি নেতারা বলেন, পবিত্র মাহে রমজানে খুলনা বিভাগের সাতক্ষীরা ও ঝিনাইদহে ২০ দলীয় জোটের বেশ কয়েকজন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রসফায়ারের নামে হত্যা করেছে।
সর্বশেষ ঈদের খুশির রেশ না কাটতেই ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে ওলিউল্লাহকে। এসব হত্যাকাণ্ড শুধু বিচারবহির্ভূতই নয়, মৌলিক মানবাধিকার ও দেশের প্রচলিত আইনের পরিপন্থী।
বিবৃতিতে খুলনা বিভাগীয় পুলিশ প্রশাসনের প্রতি অবিলম্বে সব ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন বিএনপি নেতারা।