মীরসরাই ট্র্যাজেডির নিহতদের স্মরণ

আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এই দিনে চট্টগ্রামের মীরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল ৪৩ স্কুল ছাত্রসহ ৪৫ জন।
২০১১ সালের সেই মীরসরাই ট্র্যাজেডির পাঁচ বছর পূর্ণ হলো আজ।
সেদিনের ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো জনপদ। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল মীরসরাইয়ের আকাশ, দেশজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া।
স্মরণকালের ভয়াবহতম সে দুর্ঘটনায় নিহতদের স্মরণে আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত হয়েছে স্মৃতির মিনার। ছাত্রদের স্মরণে নির্মিত স্মৃতি ফলকটির নাম দেওয়া হয়েছে ‘আবেগ’।
প্রতি বছরের মতো এ বছরও শোকের এই দিনে স্বজনরা ছুটে এসেছে মিনার প্রাঙ্গণে। সন্তানদের স্মরণ করতে গিয়ে কান্না আর আহাজারিতে ভেঙে পড়ে হতভাগ্য অভিভাবকরা।
কান্নাজড়িত কণ্ঠে এক নিহত কিশোরের বাবা বলেন, আজ তাঁর ছেলে বেঁচে থাকলে তার বয়স হতো ২১ বছর। ২১ বছর হলে কত বড় হতো তাঁর ছেলেটি সেই আক্ষেপ করেন তিনি।
দিনটি পালনে নানা কর্মসূচি নিয়েছে আবু তোরাব স্কুল কর্তৃপক্ষ। সকাল থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।