জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সব নাগরিককে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ১৪ দলের নেতারা।
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লাগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, নগর সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু হানিফ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ইন্দু নন্দন দত্ত বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা দেশ থেকে জঙ্গিবাদ রুখতে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে জনগণের জানমাল রক্ষা ও এলাকা পাহারা দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া সন্দেহভাজনদের তালিকা তৈরি করে তা পুলিশের হাতে তুলে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।