জঙ্গি হামলা
চট্টগ্রামে বিএনপির শোক র্যালি

রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র্যালি করে চট্টগ্রাম মহানগর বিএনপি। ছবি : এনটিভি
দেশে জঙ্গিবাদের সমস্যা উত্তরণে আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শোক র্যালির আগে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
ঢাকার গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। বিএনপি নেতা মোহাম্মদ হোসেন ভোলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান শামীম, আবুল হাসেম বক্কর, ইয়াছিন চৌধুরী লিটন ও মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী।
পরে একটি শোক র্যালি কাজীর দেউড়ি থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।