শেরপুরের নকলায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

শেরপুরের নকলা উপজেলা শহরের হলপট্টির মোড়ে আজ মঙ্গলবার দুপুরে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
শেরপুরের নকলা উপজেলায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নকলা উপজেলা শহরের হলপট্টির মোড়ে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদ, ব্যবসায়ী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন সংগঠনের নেতারা সমর্থন জানিয়ে অংশ নেন।
দীর্ঘ এই মানববন্ধনের পাঁচটি পয়েন্টে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।