পূর্ব মাদারীপুর কলেজ জাতীয়করণের দাবিতে ডামুড্যায় বিক্ষোভ অব্যাহত

জাতীয়করণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন, সড়ক অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রেখেছে শরীয়তপুরের পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
গত রোববার থেকে শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে দিয়ে আন্দোলন শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর ডামুড্যা-গোসাইরহাট মহাসড়কের তিন খাম্বা নামক স্থানে মানববন্ধন করা হয়। মানববন্ধনে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা অংশ নেন। এ সময় ওই সড়ক দিয়ে এক ঘণ্টার মতো সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিচুর রহমান, পূর্ব মাদারীপুর অনার্স কলেজের অধ্যক্ষ মো. জহির উল্লাহ, অধ্যাপক সাইফুল ইসলাম, আসিকুজ্জামান, অলি আহমদ মিয়া, সফিউল বাসার, খোরশেদ উল আলম, মকবুল হোসেনসহ কলেজের সব শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রনেতা মেহেদী হাসান রুবেল।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্ব মাদারীপুর কলেজটি শরীয়তপুর জেলার প্রথম ও ডামুড্যা উপজেলার একমাত্র কলেজ। কলেজে বর্তমানে ছাত্রছাত্রী প্রায় এক হাজার ৪০০। প্রথম ধাপে সরকার দেশের মোট ১৯৯টি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয়। ওই তালিকায় পূর্ব মাদারীপুর কলেজের নাম ছিল। কিন্তু কিছুদিন আগে সরকার আরেকটি তালিকা করে। ওই তালিকায় নাম না থাকায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের লোকজন।