জঙ্গিবাদের বিরুদ্ধে জামালপুরে মাদ্রাসাশিক্ষকদের মানববন্ধন

গুলশান ও শোলাকিয়াসহ সারা দেশে জঙ্গি হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে শহরে মানববন্ধন করেছে জামালপুরের মাদ্রাসাশিক্ষকরা। ছবি : এনটিভি
গুলশান ও শোলাকিয়াসহ সারা দেশে জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জামালপুরের মাদ্রাসাশিক্ষকরা।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন জামালপুর শাখার উদ্যোগে শহরের দয়াময়ী চত্বরে আজ বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, সহকারী পুলিশ সুপার (এএসপি) ইউনুস মিয়া, জমিয়াতুল মোদাররেছীন জামালপুর শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আনোয়ারুল হক, কাজী মশিউর রহমান প্রমুখ।