সংঘর্ষের পর নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর অশান্ত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর শ্রমিক ও নালিতাবাড়ী পৌরসভার মেয়রের লোকজনের মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে। বিঘ্নিত হচ্ছে আমদানি-রপ্তানির কাজ। সংঘর্ষে শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে নাকুগাঁও স্থলবন্দরে শ্রমিকরা সমাবেশ করেন।
গত বৃহস্পতিবার নাকুগাঁও স্থলবন্দরে নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকের লোকজনের সঙ্গে স্থলবন্দরের লোড ও আনলোড শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। এর প্রতিবাদে আজ নাকুগাঁও স্থলবন্দরে প্রতিবাদ সমাবেশ করে নাকুগাঁও স্থলবন্দর লোড আনলোড শ্রমিক ইউনিয়ন।
ইউনিয়নের সভাপতি আবদুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশ থেকে জানানো হয়, এরপর এমন কোনো ঘটনা ঘটলে আগামীতে ভারত-বাংলাদেশের অন্যতম এই স্থলবন্দরটির লোড-আনলোড কাজ বন্ধ করে দেবে শ্রমিকরা। এর সঙ্গে পাশের ময়মনসিংহ জেলার কড়ইতলা ও গোবরাকুড়া স্থলবন্দরের কাজও বন্ধ থাকবে বলে জানিয়েছেন সমাবেশে সংহতি জানাতে আসা ওই দুই বন্দরের শ্রমিক নেতারা।
সমাবেশে বক্তব্য দেন স্থানীয় নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাদশা, রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, নাকুগাঁও বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্পাদক নুরুল আমিন নুরু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া ময়মনসিংহের কড়ইতলা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম মিয়া ও গোবরাকুড়া স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ আলী বক্তব্য দেন।
গতকাল বৃহস্পতিবার নালিতাবাড়ী পৌরসভার মেয়র পাথর ও কয়লা ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের সমর্থকদের সঙ্গে স্থানীয় শ্রমিকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এ ব্যাপারে ইমিগ্রেশন পুলিশে কর্মরত কনস্টেবল আবুল হোসেন জানান, নালিতাবাড়ীর পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে তাঁর বিরোধের পরিপ্রেক্ষিতে নাকুগাঁও স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক এ বি এম আবদুল বাকীকে ভারতীয় ট্রাক প্রবেশ না করতে দেওয়ার জন্য বলেন। পরে তিনি ভারতীয় অংশে প্রবেশ করে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বসে বিষয়টি সুরাহা করে পুনরায় বাংলাদেশ অংশে ফিরে আসেন। এ সময় বাংলাদেশ অংশে মোটরসাইকেলে আসা মেয়রের অর্ধশত সমর্থকের সঙ্গে স্থানীয় শ্রমিকদের বিরোধ বেধে যায়। একপর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে নালিতাবাড়ীর মেয়র আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘ভারতের এক ব্যবসায়ী আমার টাকা নিয়ে দুই বছর ধরে মালও দিচ্ছে না টাকাও দিচ্ছে না। এই ব্যাপারটি সুরাহা করতেই আমি ভারতীয় ট্রাক প্রবেশ বন্ধ রাখতে বলেছিলাম। আর এ কারণে সাময়িক সমস্যা হয়েছিল। তবে ব্যাপারটি সুরাহা করা হয়েছে।’
অন্যদিকে নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘ব্যবসায়িক বিরোধের ব্যাপারটি আমরা বসে মীমাংসা করে ফেলি। কিন্তু মেয়র সমর্থকরা একজন ব্যবসায়ীকে আকস্মিক মারধর করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়।’
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার পরিদর্শক (ওসি) ফসিহুর রহমান বলেন, ‘শ্রমিকদের সঙ্গে মেয়র সমর্থকদের উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।