বাকপ্রতিবন্ধী মেয়েটির স্বজন কারা?

বাকপ্রতিবন্ধী একটি মেয়ের স্বজনদের সন্ধান চেয়ে বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নকলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শামিম মিয়া নামে একজন। তিনি এ ব্যাপারে পুলিশসহ সবার সাহায্য চেয়েছেন।
শামিম মিয়া এনটিভি অনলাইনকে জানান, তিন মাস আগে নকলা উপজেলার চন্দ্রকোনার পিয়ারপুর ঘাটে ১৬-১৭ বছরের এক কিশোরীকে পান তিনি। মেয়েটি বাকপ্রতিবন্ধী এবং আকার ইঙ্গিতেও তার পরিবারের ব্যাপারে কিছু জানাতে পারেনি। মেয়েটি লেখাপড়া না জানায় কিছু লিখেও জানাতে পারেনি তার স্বজন সম্পর্কে।
শামিম মিয়া বলেন, ‘আমি তিন মাস ধরে মেয়েটিকে লালন-পালন করে আসছি। কিন্তু যেহেতু মেয়েটি হারিয়ে গেছে এবং তার পরিবার মেয়েটি সম্পর্কে কিছু জানতে পারছে না। আর এ কারণেই আমি পুলিশের সাহায্য চেয়েছি যাতে মেয়েটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে।’
এ ব্যাপারে নকলা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম হায়দার বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। আমাদের চেষ্টা থাকবে যাতে মেয়েটি তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে।’