শেরপুরে আগুনে পুড়ল চার দোকান

শেরপুর জেলা সদরের নন্দীর বাজারে আজ শনিবার ভোরে আগুন লেগে পুড়ে গেছে চারটি দোকান। ছবি : এনটিভি
শেরপুর জেলা সদরের নন্দীর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান।
আজ শনিবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মুস্তাফিজুর রহমান জানান, নন্দীর বাজারে একটি ছোট মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসে সদস্যরা দীর্ঘ সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি বলেও জানান তিনি।