৮০ না ১০০ এই নিয়ে যুবককে হত্যা

নরসিংদীর মাধবদী উপজেলায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খোরশেদ মিয়া (২৫) নামের এক ক্রেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় মাধবদীর নওপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ নওপাড়ার এলাকার মঠবাড়ির শামসুল আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদ মিয়ার ছোট ভাই বাছেদ মিয়া স্থানীয় নাসির মিয়ার মুদির দোকান থেকে বাকিতে ৮০ টাকার পণ্য কেনেন। কিন্তু দোকানি নাসিরের দাবি, তিনি ৮০ টাকা নয় বাছেদ মিয়ার কাছে ১০০ টাকা পান। এই নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় নাসিরের দোকানে সদাই কিনতে যাওয়া বাছেদের বড় ভাই খোরশেদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাসির খোরশেদের মোবাইল ছিনিয়ে রেখে দেন। এরই জের ধরে খোরশেদ তাঁর লোকজন নিয়ে মোবাইল ফিরিয়ে নেন। ফেরত আসার পথে দোকানদার নাসির মিয়ার লোকজন হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে খোরশেদ মিয়াকে গুরুতর আহত করে। ওই সময় তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয় আরো দুজন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের পরামর্শে আহত খোরশেদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আড়াইহাজারের পুরিন্দা নামক স্থানে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই জামাল উদ্দিন বলেন, ‘সামান্য ৮০ টাকার জন্য তারা খোরশেদকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। বিয়ের এক বছরের মাথায় তাঁর স্ত্রীকে বিধবা করেছে। হত্যাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, সামান্য ২০ টাকার পার্থক্যের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ নিহত খোরশেদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় সন্দেহভাজন কফিল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এই ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।