কয়েক ঘণ্টার বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা

কয়েক ঘণ্টার বর্ষণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হয়েছে অফিস ফেরত নাগরিকরা।
এদিকে, বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত ঘোষণা করা হয়েছে। আর সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামীকাল রোববারও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সন্ধ্যায় টানা বর্ষণের কবলে পড়ে চট্টগ্রাম। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ হারুন অর রশিদ রাতে জানিয়েছেন, রাত ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর ফলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছে নাগরিকরা। বিশেষ করে আগ্রাবাদ হালিশহর, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও এলাকায় হাটু থেকে কোমর পর্যন্ত পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রবল বৃষ্টির কারণে ঘরে ফেরা অনেক লোক আটকে পড়ে দুর্ভোগের শিকার হয়। যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় আরো বেশি সমস্যায় পড়তে হয় নগরবাসীকে।