ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

কৃষকের স্ত্রীর কাছ থেকে ঘুষ নেওয়ার ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সোমবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
ওই কৃষকের নাম সিরাজুল ইসলাম। ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়ার পর তিনি এখন কারাগারে আছেন। তাঁর বাড়ি সদর উপজেলার খানপুর গ্রামে।
সিরাজের স্ত্রী আবেদা বেগম জানান, তাঁর নির্দোষ স্বামীকে সোমবার সকালে এসআই বেলাল হোসেন গ্রেপ্তার করেন। এ ব্যাপারে তদবির করতে থানায় আসার পর আবেদার কাছে ২০ হাজার টাকা দাবি করেন বেলাল। এই টাকা না দেওয়া হলে তাঁর স্বামীকে নাশকতার মামলায় জেলে পাঠানো হবে বলেও জানিয়ে দেন এই এসআই।
আবেদা জানান, সিরাজের জীবনের নিরাপত্তার কথা ভেবে তিনি বিভিন্ন জায়গা থেকে ধার-দেনা করে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা এসআই বেলালের হাতে তুলে দেন। কিন্তু তাতেও বেলাল রাজি না হওয়ায় বিভিন্নজনের কাছে যান। একপর্যায়ে বিষয়টি তিনি দায়িত্বশীল লোকের মাধ্যমে সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরকে জানান। পুলিশ সুপার বিষয়টি গোপনে তদন্ত করে আবেদা বেগমের অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন।
পরে পুলিশ সুপারের নির্দেশে এসআই বেলাল হোসেন ঘুষের সাড়ে পাঁচ হাজার টাকা আবেদা বেগমের কাছে ফেরত দেন। এ সময় তাঁকে সাতক্ষীরা থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের আলী জানান, তিনি এ ব্যাপারে কোনো লিখিত কাগজপত্র এখন পর্যন্ত হাতে পাননি। এমনকি ঘটনাটি সম্পর্কেও অবহিত নন বলেও জানান তিনি।
এদিকে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এমদাদ শেখ বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের পর বেলালকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তিনি জানান, সিরাজকে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে ।