চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজন আবারো রিমান্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে জঙ্গি সন্দেহে আটক চারজনকে আবারো তিনদিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দেন। আসামিরা হলেন - খোরশেদ আলম, শিপন ওরফে ফয়সাল, রাসেল মো. ইসলাম ও মুছা ইবনে উমায়ের।
আদালতের পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, সীতাকুণ্ড থানায় দায়ের করা অস্ত্র মামলায় এই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সন্ত্রাস দমন আইনের মামলায় এই চার আসামিকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ৮ জুলাই রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চার ব্যক্তিকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়। পুলিশ জানায়, এরা আনসার উল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য। সীতাকুণ্ডের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে হামলাসহ নানা অপরাধের ছক তৈরি করতে তারা সক্রিয় পুলিশের কাছে এমন তথ্য রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।