মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি চরমুশুরা এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত ফিরোজ পাঠানকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় আজ মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি চরমুশুরা এলাকায় এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় খাসকান্দি চরমুশুরা গ্রামের ফিরোজ পাঠান (৪০) ও তাঁর স্ত্রী তাসলিমাকে (৩০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহত ফিরোজের বাবা করিম পাঠান (৬৫) ও স্বজন মো. আসাদকে (৩২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফসু জানান, জসিম ভূঁইয়া ও করিম পাঠানের মধ্যে পূর্ব-বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষ জসিম ভূঁইয়ার লোকজন করিম পাঠানোর বাড়িঘরে আজ হামলা চালায়।
এ ব্যাপারে জসিম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।