ঝালকাঠিতে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

ঝালকাঠিতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
আজ সোমবার সকালে শহরের সদর চৌমাথায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এ এম আলাউদ্দিন, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সেলিম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর যুবলীগ নেতা হাফিজ আল মাহমুদ, যুবলীগ নেতা এজাজ তালুকদার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বশির আহম্মেদ।
বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাকে স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শত্রু হিসেবে আখ্যায়িত করে এর সঙ্গে জড়িত অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।