চট্টগ্রাম বন্দরে অপারেশন আইরিনে মেলেনি কিছু

চট্টগ্রাম বন্দরে অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্যের বিরুদ্ধে দুই দিনের অপারেশন আইরিন আজ মঙ্গলবার শেষ হয়েছে। এ অভিযানে তেমন কোনো কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে কাস্টমসের গোয়েন্দা শাখা।
দেশে অস্ত্র,মাদক ও বিস্ফোরক দ্রব্যের প্রবেশ ঠেকাতে অভিযানে অংশ নেয় কাস্টমসের গোয়েন্দা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নিরাপত্তা বাহিনী।
আজ সকাল ১১টায় চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর শেড থেকে দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহম্মদ জানান, দুই দিনের আইরিনের অভিযানে অস্ত্র, মাদক ও বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি।
এ অভিযানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ কার্যালয়ের (রাইলো) অধীনে বাংলাদেশসহ ৩৩টি দেশ একযোগে অস্ত্র, মাদক ও বিস্ফোরকের বিরুদ্ধে কাজ শুরু করেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সহিংস ঘটনা প্রতিরোধে দেশের বিমান, স্থল ও নৌ বন্দরগুলোতে এ অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
এর অংশ হিসেবে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর দিয়ে যেকোনো অপরাধে ব্যবহারযোগ্য পণ্য যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে। এ উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আনা উপর্যুক্ত পণ্য কোনোভাবেই দুষ্কৃতকারীদের হাতে যেতে পারবে না বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।