ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় বিএনপি : চট্টগ্রামের মেয়র

জাতীয় ঐক্যের কথা বলে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ১৪ দলের কর্মী সম্মেলনে এ অভিযোগ করেন মেয়র।
১৪ দলের সমম্বয়ক নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো রক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস সালাম, জাসদ সভাপতি ইন্দু নন্দন দত্ত, ওয়াকার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, ভাসানী ন্যাপের আলী আহমদ।
বক্তারা ইসলামিক স্টেট (আইএস) নামের জঙ্গি তৎপরতাকারীরা বিএনপি ও জামায়াতের দোসর বলে দাবি করেন।
দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে বক্তারা বলেন,যারা ইসলাম ধর্মকে কলঙ্কিত করতে চায় তারা ইসলামের নামে আইএসের ছদ্মাবরণে এসব নাশকতা চালাচ্ছে। জঙ্গিবাদ প্রতিরোধে প্রতিটি এলাকায় দলীয় কর্মীদের সজাগ ও জঙ্গি প্রতিরোধ কমিটি গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর আহ্বান জানান বক্তারা।