ঝালকাঠিতে জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ

ঝালকাঠিতে জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় স্থানীয় ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মিলনায়তনে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান ও নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা।
বক্তারা বলেন, জঙ্গিবাদের সঙ্গে মাদকের সম্পর্ক রয়েছে। জঙ্গিবাদ নির্মূল করতে হলে যুবসমাজকে মাদক থেকে মুক্ত থাকতে হবে। জঙ্গিবাদের খবর পাওয়া মাত্র পুলিশকে জানানোর পরামর্শও দেন বক্তারা।