নকলায় নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে তল্লাশি

শেরপুরের নকলা উপজেলার আওয়ামী লীগ নেতা অনিল কুমার রায় ও তাঁর পরিবারকে হত্যা এবং উপজেলার বিভিন্ন স্থাপনায় বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিভিন্ন যানবাহনসহ সন্দেহজনক জায়গায় চলছে পুলিশের তল্লাশি। কাউকে সন্দেহভাজন মনে হলেই তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে হুমকি পাওয়া আওয়ামী লীগ নেতার বাড়িসহ বিভিন্ন স্থাপনায়।
গত সোমবার রাতে নকলা উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী অনিল কুমার রায়ের বাসার দরজার নিচ দিয়ে কে বা কারা একটি চিঠি রেখে যায়। চিঠিতে ছাত্রশিবির ও আইএসের নাম ব্যবহার করে অনিল কুমার রায় ও তাঁর পরিবারকে বোমা মেরে হত্যার কথা বলা হয়। একই সঙ্গে নকলা উপজেলা পরিষদ ভবন, থানাসহ ৫০ জায়গায় ২০০ গ্রেনেড নিয়ে ৫০ জন লোক হামলা চালাবে এমন কথাও লেখা ছিল চিঠিতে। এ ব্যাপারে সোমবার রাতেই নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন অনিল কুমার রায়।
এরই পরিপ্রেক্ষিতে নকলা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো প্রকার অঘটন না ঘটে।’
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ এনটিভি অনলাইনকে বলেন, ‘পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমরা কোনো হুমকিকেই ছোট করে দেখছি না।
যাকে হুমকি দেওয়া হয়েছে তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নকলায় বিভিন্ন যানবাহনসহ সন্দেহমূলক জায়গায় তল্লাশি করছে পুলিশ।’