মোংলা বন্দরে অপারেশন ‘আইরিন’ শুরু

মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদক আমদানি প্রতিরোধে মংলা বন্দরে শুল্ক গোয়েন্দার বিশেষ অভিযান ‘আইরিন’ শুরু হয়েছে।
আজ বুধবার বন্দরের জেটি, ইয়ার্ড ও শেডে থাকা আমদানীকৃত কনটেইনার-বোঝাই বিভিন্ন ধরনের পণ্যের চালান খুলে দেখেন এবং পরীক্ষা-নিরীক্ষা করেন খুলনা শুল্ক গোয়েন্দার উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
এ সময় দুটি কনটেইনার খুলে তার মধ্যে কোনো পণ্য পাওয়া যায়নি। অথচ নথি অনুযায়ী, ওই দুটি কনটেইনারে গার্মেন্টসপণ্য আমদানি করার কথা। দীর্ঘদিন ধরে কনটেইনার দুটি বন্দরের এক নম্বর ইয়ার্ডে পড়েছিল।
এ ছাড়া অভিযান চলাকালে অন্য কনটেইনারে ঘোষণাবহির্ভূত পণ্য পাওয়া যায়।
অপারেশন আইরিন আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।
অভিযান শেষে শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এ বিষয়ে আগামীকাল বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।
এর আগে গতকাল চট্টগ্রাম বন্দরে শেষ হয় দুদিনের অপারেশন ‘আইরিন’। তবে এই অভিযান থেকে তেমন কোনো কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে কাস্টমসের গোয়েন্দা শাখা।