পরিবেশ দূষণের দায়ে সাইকেল কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে সাইকেল তৈরির একটি কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং।
আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের শুনানি শেষে পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেন।
একই দিন পরিবেশ অধিদপ্তর গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাদেকলমেশ্বর এলাকার জেনারেটর সার্ভিসিং কারখানা এবিবি লিমিটেডকে চার হাজার টাকা জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।