গাজীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, একজন নিহত

গাজীপুরের টঙ্গীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জুয়েল ওরফে বাঘা জুয়েল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন পুলিশের তিন সদস্য।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর তিস্তার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত জুয়েল একাধিক মামলার আসামি। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলেও দাবি করে পুলিশ।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, অস্ত্রধারী কয়েকজন দুর্বৃত্ত তিস্তার গেট এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে বুধবার মধ্যরাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাথর ছুড়ে মারে এবং দেশি অস্ত্র দিয়ে হামলা করে। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব মিয়াসহ তিন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়লে অস্ত্র, হত্যা, নারী নির্যাতনসহ অন্তত আটটি মামলার আসামি জুয়েল ওরফে বাঘা জুয়েল গুরুতর আহত হন। পরে পুলিশ সদস্য ও জুয়েলকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে এএসআই বিপ্লব ও জুয়েলকে পঙ্গু হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, নিহত জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সলিমগঞ্জ গ্রামের বাসিন্দা।
অভিযানকালে অপর সন্ত্রাসীরা পালিয়ে যায় বলেও জানান ওসি ফিরোজ তালুকদার।