গাজীপুরে লেগুনাচাপায় নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার একটি কারখানার সামনে লেগুনাচাপায় এক নারী শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ সহকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখে।
আজ বুধবার দুপুরে কোস্ট টু কোস্ট নামের কারখানার এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ইসমত আরা। তিনি তাঁর এক সহকর্মীর সঙ্গে দুপুরের খাবার বিরতিতে বাসায় যাচ্ছিলেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় একটি লেগুনাসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
নিহত ইসমত আরা কোস্ট টু কোস্ট কারখানার সুইং সেকশনের অপারেটর ছিলেন। তাঁর বাড়ি রংপুরের গঙ্গাচড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুরে কোস্ট টু কোস্ট কারখানার সামনে একটি মোটরসাইকেল ইসমত আরাকে ধাক্কা দেয়। এরপর একটি লেগুনার নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত ইসমত আরা স্থানীয় টুটুলের বাড়িতে ভাড়া থেকে কারখানায় কাজ করতেন।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ জানান, দুপুর ২টার দিকে অবরোধ শুরু করে শ্রমিকরা। পরে প্রায় ৪০ মিনিট পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।