বেতনের দাবিতে গাজীপুরে গার্মেন্টশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের হোতাপাড়া এলাকায় জাহিন টেক্স নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশের অভিযোগ, এ সময় শ্রমিকরা কারাখানায় ভাঙচুর চালায়। কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পরে আগামী রোববারের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিকুল আহমেদ জানান, দুপুর ২টার দিকে জাহিন টেক্স কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা কারখানার সামনে থাকা দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং কারখানায় ব্যাপক ভাঙচুর করে।
শ্রমিকদের অভিযোগ, কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা দিতে গড়িমশি করে আসছিল। প্রতিবাদ করলে শ্রমিকদের নির্যাতন করা হয়। পুলিশের লাঠিপেটায় পাঁচ শ্রমিক আহত হয়েছে বলে দাবি করে তারা।