তারেক রহমানের সাজার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

মুদ্রা পাচার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদল।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর কাজীর দেউড়ি থেকে বিক্ষোভ মিছিলটি বের হন। এতে নেতৃত্ব দেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।
এ সময় অন্যদের মধ্যে ছাত্রদল নেতা ফজলুল হক সুমন, আলী মর্তুজা খান, শেখ রাসেল, জমির উদ্দিন নাহিদ, শাহিন আহমেদ, নুরুল আলম শিপু উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চালানো হচ্ছে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
মিছিলটি নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে আজ সকালে অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মুদ্রা পাচারের এই মামলায় জজ আদালত তারেক রহমানকে খালাসের রায় দিয়েছিলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তাঁর জরিমানা ৪০ কোটির পরিবর্তে ২০ কোটি টাকা করা হয়েছে।