তারেক রহমানের সাজা
প্রতিবাদে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

তারেক রহমানের সাজার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। ছবি : এনটিভি
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর কাজীর দেউড়ি এলাকায় মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহানগর সিনিয়র সহসভাপতি মাহমুদ আলম পান্না, মালেক ফারুকী। বক্তারা তারেক রহমানকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান।