আবার অন্ধকারের শক্তি ষড়যন্ত্র শুরু করেছে : মতিয়া চৌধুরী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/22/photo-1469206962.jpg)
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আবার অন্ধকারের শক্তি ষড়যন্ত্র শুরু করেছে। পচাত্তরের অন্ধকার শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এখন সেই শক্তি আবার তৎপরতা শুরু করেছে। জঙ্গি হামলা করে নিরীহ মানুষ খুন করা হচ্ছে। তারা আবার অন্ধকার আনতে চায়, দেশকে পেছনে নিয়ে যেতে চায়।
আজ শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা চত্বরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সোলার হ্যারিকেন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা দেশ থেকে অন্ধকার দূর করে আলো আনতে চাচ্ছেন। আর সেই আলোতে দেশের উন্নয়ন করতে চাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
উপজেলার নয় হাজার ২৮০ জন শিক্ষার্থীর মধ্যে সোলার হ্যারিকেন বিতরণ করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
এ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। এ ছাড়া শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।