মানুষকে কাছে টানার অদ্ভুত ক্ষমতা আছে শেখ হাসিনার : মতিয়া চৌধুরী
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা থেকে দলের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেঁচে যাওয়া প্রসঙ্গে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘আল্লাহ যদি তার রহমতের চাদর দিয়ে নেত্রীকে সেদিন রক্ষা না করতেন, তাহলে কোনো অঙ্কেই তাঁর বাঁচার হিসাব মেলে না। শব্দে তাঁর কানের পর্দা ফেটে গিয়েছিল।’ তিনি আরও বলেছেন, নরপশু-পিশাচ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদার মানসিকতা সবাই পছন্দ করেন উল্লেখ করে তিনি বলেছেন, মানুষকে কাছে টানার অদ্ভুত ক্ষমতা আছে শেখ হাসিনার।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী বেগম আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মতিয়া চৌধুরী।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যারা নরপশু-পিশাচ, তারা ছাড়া তার মতো (শেখ হাসিনা) উদার মানসিকতা সবাই তাকে পছন্দ করেন। তার আছে মানুষকে কাছে টানার অদ্ভুত ক্ষমতা। তিনি বাংলাদেশের সবাইকে কাছে টানতে পারেন। কিন্তু, ওসব জল্লাদদের তিনি কাছে টানতে পারেননি, পারার দরকারও নেই। তাদের ব্যাপারে আমাদের শক্ত সিদ্ধান্ত নিয়েই এগোতে হবে। তাদের মোকাবিলা করতে হবে, তা না করলে সাধারণ মানুষ নিগৃহীত হবে।’
আইভি রহমান নারীমুক্তি আন্দোলনের নেতা ছিলেন মন্তব্য করে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেন, ‘আইভী জেনে নাও, তুমি নারীমুক্তির জন্য সংগ্রাম করেছ। মেয়েদেরকে অধিকারগুলো হাতে তুলে দিচ্ছে সরকার, আজ সে সবচেয়ে বেশি খুশি হতো, হাসি দেখতাম আইভি রহমানের। সে আজ নেই।’
আইভী রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমীন ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।