গাংনীতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামে আজ বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
চিৎলা বাজারের গোলাম আম্বিয়া গণপাঠাগারের আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলে।
সোশ্যাল মেডিকেল সার্ভিসেস নামে একটি দাতব্য সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. নূর উদ্দিন আহমেদসহ ২০ জন চিকিৎসক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এ দলে ছিলেন মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, অর্থোপেডিকস এবং নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞরা। তাঁদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন চিৎলাসহ আশপাশের গ্রামের প্রায় এক হাজার রোগী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম।