জামালপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পুলিশি বাধার মুখে তারেক রহমানের বিরুদ্ধে জেল-জরিমানার প্রতিবাদে জামালপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে স্টেশন রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দয়াময়ী এলাকায় পুলিশি বাধার মুখে পড়লে সেখানেই সমাবেশ করে তারা।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, আমজাদ হোসেন, শহিদুল হক খান দুলাল, মাইনুদ্দিন বাবুল, মিজানুর রহমান মিজান, সজীব খান বক্তব্য রাখেন। বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে এই সাজাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
প্রসঙ্গত, অর্থপাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি।