জুয়ার আসরে পুলিশের হানা, ‘পালাতে গিয়ে’ একজনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি বিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে পানিতে পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে। তবে পুলিশ তা অস্বীকার করেছে।
নিহত সোলাইমান মোল্লা ওরফে সোলমান (৫৫) উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালিয়াবাড়ী রয়েন গ্রামের মৃত হাসিম উদ্দিন হাসুর ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার বক্তারপুর গ্রামের ফালাইনা মিয়ার টেকে গতকাল শুক্রবার বিকেলে জুয়ার আসর চলছিল। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এম এ হকের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ জুয়ার আসর থেকে তিনজনকে আটক করে। এ সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে সোলাইমানসহ দুজন পাশের নাওয়ানের বিলের পানিতে ঝাঁপ দেন।
এ ঘটনার পর একজন সাঁতরে পাড়ে উঠে এলেও সোলাইমান নিখোঁজ থাকেন। রাতভর বিভিন্ন স্থানে খোঁজ করেও স্বজনরা তাঁর সন্ধান পায়নি। আজ শনিবার স্থানীয় লোকজন মাছ ধরতে গিয়ে ওই বিলের পানিতে সোলাইমানের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে দুপুরে পুলিশ সোলাইমানের লাশ উদ্ধার করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয়দের ভয়ভীতি দেখানো হচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, ওই টেকে মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ মারা যায়নি। পালাতে গিয়ে কেউ পানিতে ঝাঁপ দিয়েছে কি না তা জানা নেই।
ওসি আরো জানান, তবে নিহতের স্ত্রী পুলিশকে জানান, শুক্রবার বিলে মাছ ধরতে গিয়ে সোলাইমান নিখোঁজ হন। আজ বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পানিতে পড়ে তিনি মারা গেছেন।
অপরদিকে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এম এ হক ওই টেকে পুলিশের অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন।