কালীগঞ্জ উপজেলা আ. লীগ সভাপতির ইন্তেকাল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাব উদ্দিন আহমেদ (৭৫) আর নেই। আজ শনিবার রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি…রাজিউন)।
শাহাব উদ্দিন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির চাচা। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
শাহাব উদ্দিন স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ময়েজ উদ্দিন আহমেদের ছোট ভাই।
জানাজা শেষে শাহাব উদ্দিনকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।