তারেক রহমানকে সাজা দেওয়ায় গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় হাইকোর্টের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে গাজীপুরে শনিবার ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে কাজী আজিমউদ্দিন কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের শিববাড়ীর মোড় থেকে শুরু করে জয়েদেবপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বিলাসপুর বটতলায় এসে সংক্ষিপ্ত বক্তব্য ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন তালুকদার, মহানগর ছাত্রদল নেতা সাইদ মণ্ডল, মারজুক আহমেদ আল আমিন, আনোয়ার হোসেন, নাহীদ সরকার, রাজীবসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০৯ সালের একটি অর্থপাচার মামলায় তারেক রহমানকে গত বৃহস্পতিবার সকালে নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এর আগে এই মামলায় নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাস দিয়েছিলেন। সেই সঙ্গে গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। তবে বিচারিক আদালতের দেওয়া তাঁর ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।