কাপাসিয়ায় শহীদ তাজউদ্দীনের ৯১তম জন্মদিন পালিত

গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মদিন শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক, আবৃত্তি, ফুটবল প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ‘তাজউদ্দীন আহমদ’কে নিয়ে লেখা বিশেষ বুলেটিন ‘আলোকবর্তিকা’ প্রকাশ করে। এ ছাড়া কাপাসিয়া উপজেলা শহরে ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে ও কেক কাটার আয়োজন করে।
এ সময় অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, মো. মিজানুর রহমান প্রধান, আসাদুজ্জামান আসাদ, মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সাখাওয়াত হোসেন প্রধান ও কাইয়ুম ভূঁইয়া বক্তব্য দেন।