মানুষ দেখলেই চিৎকার দিচ্ছে শিশুটি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/25/photo-1469451364.jpg)
নরসিংদীর বেলাব উপজেলায় গতকাল রোববার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ আমিরুল হক শামীম বলেন, ‘নির্যাতনের ঘটনায় বাচ্চা মেয়েটি খুবই আতঙ্কিত। এর ফলে সে মানুষ দেখলেই ভয় পাচ্ছে, চিৎকার দিচ্ছে। তার ইনজুরি গুরুতর। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা তাকে বুঝিয়ে অনেক কষ্ট করে অস্ত্রোপচার করেছি।’
স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনরা জানায়, ধর্ষণের শিকার শিশুটি বেলাব উপজেলার সদর ইউনিয়নের এক প্রবাসীর মেয়ে। প্রতিদিনের মতো মেয়েটি স্কুল থেকে বাড়ি এসে মাঠে যায় ঘুড়ি উড়াতে। রোববার দুপুরে ঘুড়ি ওড়ানোর ফাঁকে গ্রামের বখাটে যুবক সাদ্দাম হোসেন বাবু (২২) জোর করে তাকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে বাবু পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার ও বাংলাদেশ মহিলা পরিষদ নরসিংদী জেলা শাখার নেত্রীরা নির্যাতিত শিশুটিকে দেখতে নরসিংদী সদর হাসপাতালে যান। এ সময় এই নির্যাতনের ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানান পরিবার ও মহিলা পরিষদের নেত্রীরা।
মহিলা পরিষদের নরসিংদী জেলা শাখার সভানেত্রী আশালতা সাহা জানান, ধর্ষককে এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা না করে। তিনি অভিযুক্ত সাদ্দামকে দ্রুত গ্রেপ্তার করে তার ফাঁসির দাবি জানান।
বেলাব থানার ওসি কায়ুম আলী সরদার জানান, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।