করিমপুর বাজার নৌপুলিশ ফাঁড়ির উদ্বোধন

দীর্ঘদিন পর নরসিংদীর করিমপুর বাজারে বাংলাদেশ পুলিশের নৌপুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে।
আজ সোমবার সকালে এই নৌপুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপুলিশের ঢাকা আঞ্চলের ডিআইজি মো. মনিরুজ্জামান।
সদর উপজেলার চর এলাকায় মেঘনা ও এর শাখা প্রশাখাসহ বিভিন্ন নৌপথে অব্যাহতভাবে মাদক পাচার ও ডাকাতি প্রতিরোধ করতে এই নৌপুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। এর জন্য বিশিষ্ট শিল্পপতি ফুয়াং গ্রুপের চেয়ারম্যান এ কে এম আফজাল উল মনির জায়গা ও ভবন দিয়েছেন।
ডিআইজি মো. মনিরুজ্জামান বলেন, নরসিংদীর চরাঞ্চলের নৌপথগুলোতে অপরাধ দমনের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে করিমপুর বাজারে নৌপুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। দেরিতে হলেও নরসিংদী চরাঞ্চলসহ নরসিংদীর মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে।
বাংলাদেশ নৌপুলিশ পূর্ব বিভাগের পুলিশ সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, ফুয়াং গ্রুপের চেয়ারম্যান এ কে এম আফজাল উল মনির, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ কামাল, করিমপুর ইউপি চেয়ারম্যান মো. হারিছ মিয়া, নজরপুর ইউপি চেয়ারম্যান মো. বাদল সরকার, আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু প্রমুখ উপস্থিত ছিলেন।