স্বাভাবিক হয়নি শিমুলিয়া-কাওরাকান্দির ফেরি চলাচল

পদ্মায় তীব্র স্রোতের কারণে আজ মঙ্গলবারও শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
গত রোববার সন্ধ্যা থেকে আজ সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করতে পারছে না।
ফেরিগুলো হচ্ছে ডোম্প ফেরি রানীক্ষেত, রামশ্রী, রায়পুরা ও ফেরি কর্ণফুলী, বেলজিয়াম ও কাকলি। তবে যান পারাপার স্বাভাবিক রাখার জন্য ১১টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ডোম্প ফেরি চলাচল বন্ধের পাশাপাশি রোববার রাত থেকে ফ্ল্যাট কে-টাইপ ফেরি স্রোতের কারণে চলাচল করতে পারছে না। আজ মঙ্গলবারও একই অবস্থা। ফলে পারাপারের অপেক্ষায় যানবাহনের ভিড় বেড়েই চলছে।
বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা আরো জানান, আগে ফেরি পারাপার হতে দুই ঘণ্টা সময় নিত। এখন স্রোতের কারণে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় নিচ্ছে।
তা ছাড়া ফেরিগুলো পুরোনো হওয়ায় ইঞ্জিনের শক্তি কম। স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারে না। আর স্রোতের গতিপ্রবাহ ৯ ন্যাটিকালের ওপরে হওয়ায় ফেরি পারাপারে সময় বেশি নিচ্ছে বলেও জানান গিয়াস উদ্দিন পাটোয়ারী ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে আট শতাধিক যানবাহন রয়েছে। এর মধ্যে পণ্যবোঝাই ট্রাকের সংখ্যাই বেশি।