‘জঙ্গি’ হাসানের বাড়ি বগুড়ায়, নিখোঁজ ছিল এক বছর

রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানকালে আহত অবস্থায় আটক হাসানের বাড়ি বগুড়া শহরের জামিলনগর এলাকায়। তার নাম রাকিবুল হাসান রিগ্যান। সে এক বছর ধরে নিখোঁজ ছিল।
আজ মঙ্গলবার হাসানের বাড়ি গিয়ে জানা যায়, হাসানের বাবা রেজাউল করিম মারা গেছেন এবং তার মা রোকেয়া আক্তার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স। তারা দুই ভাইবোন, সে বড়।
হাসান ২০১৫ সালে সরকারি শাহ সুলতাল কলেজ থেকে এইচএসসি পাসের পর মেডিকেল কলেজে ভর্তির জন্য রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়। একই বছরের জুলাই মাসে নিখোঁজ হয় সে।
হাসানের মা জানান, তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বগুড়া সদর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক বছর ধরে তার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, রাকিবুল হাসানের মাকে জিজ্ঞাসাবাদ করতে দুপুরের থানায় নিয়ে আসা হয়। পরে ছেলের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।