বেনাপোলে অস্ত্র ও পেট্রলবোমা জব্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/04/17/photo-1429284379.jpg)
ফাইল ছবি
যশোরের বেনাপোলের নারাণপুর গ্রামের একটি বাড়ি থেকে আজ শুক্রবার বিকেলে একটি পিস্তল, একটি গুলি ও চারটি পেট্রলবোমা জব্দ করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ জানান, অপরিচিত এক ব্যক্তি মোবাইল ফোনে জানান, নাশকতার উদ্দেশে নারাণপুরে একটি বাড়িতে কিছু অস্ত্র জমা করা হয়েছে। পরে ওই গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ি মালিক এনামকে আটক করা হয়।