গোদাগাড়ীতে পদ্মা নদী থেকে নারীর লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদী থেকে আজ শুক্রবার সকালে ফিরোজা বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
ফিরোজা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হড়মা গ্রামের মৃত রহমান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে কুঠিপাড়া গ্রামের লোকজন পদ্মা নদীতে গেলে ওই নারীর মৃতদেহ ভাসতে দেখে। লাশ ভাসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন নদীর কিনারে ভিড় জমাতে শুরু করে। এ সময় পদ্মা নদী দিয়ে নৌকার এক মাঝি যাওয়ার সময় ফিরোজার লাশ চিনতে পেরে তাঁর আত্মীয়দের খবর দেন।
ফিরোজা বেগমের ভাগ্নে শামীম জানান, তিনদিন আগে পদ্মা নদীতে গোসল করতে গেলে ফিরোজা বেগম পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে লাশ ভাসার খবর পেয়ে তা উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।