তারেক রহমান দেশে এলে পালানোর পথ পাবে না সরকার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এ সরকার আইনকেও রাজনৈতিক সিদ্ধান্তে পরিণত করেছে।
বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগরের নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে নগর বিএনপি।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, নগর সহসভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান শামীম ও আবু হাসেম বক্কর বক্তব্য দেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দেশে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ না থাকায় মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব মামলার জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, তারেক রহমান লন্ডনে থাকায় সরকার ভীত হয়ে কাঁপতে শুরু করেছে। তিনি দেশে এলে তো পালানোর পথ পাবে না সরকার।
নতুন করে শপথ নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। বর্তমান সরকার ১০ শতাংশ জনগণের সমর্থন নিয়ে সরকার পরিচালনা করছে জানিয়ে তিনি বলেন, পুলিশ, র্যাব ও বিচার বিভাগ দলীয়করণ করে বেশি দূর এগিয়ে যাওয়া যাবে না।