সবুজবাগ থেকে আটক দুই ‘জঙ্গি’ রিমান্ডে

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আটক সন্দেহভাজন দুই জঙ্গির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী দুজনকে আদালতে হাজির করেন এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই আসামি হলেন আতাউর রহমান ও সারওয়ার হোসেন।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে সবুজবাগের স্থানীয় একটি ছাত্রাবাসে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকেই দুজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য এবং কিছু উগ্রবাদী বই উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।