সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিন নারী নিহত, আহত ১০

সিরাজগঞ্জের সদর উপজেলার বানিয়াগাঁতি এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম চায়না বেগম। বাড়ি কুড়িগ্রামের পাথরখাদা গ্রামে। তিনজনেরই লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, অনিক পরিবহনের যাত্রীবাহী বাসটি নীলফামারী থেকে ঢাকায় যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে পৌঁছালে একই দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ওভারটেক করতে যায়। এ সময় সংঘর্ষ বাঁধলে দুটি পরিবহনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। তিনি আরো বলেন, চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।