‘তারেক রহমানের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণ মোকাবিলা করবে’

তারেক রহমানের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে জনগণই তাঁকে দেশের আগামীর নেতৃত্বে অধিষ্ঠিত করবে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় কারাদণ্ডাদেশের প্রতিবাদে খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে নগরে কেডিঘোষ রোডে দলের কার্যালয়ের সামনে এক সমাবেশে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এ কথা বলেছেন।
সদর থানা সভাপতি আরিফুজ্জামান অপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘জিয়া পরিবারকে ধ্বংস করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে সরকার পরিকল্পিতভাবে এ রায় ঘোষণা করিয়েছে। নিম্ন আদালতে যে অভিযোগ প্রমাণিত হয়নি, উচ্চ আদালতে তা প্রমাণ করে সরকার মূলত তারেক রহমানকে নির্বাচনে অযোগ্য করতে চেয়েছে।’
নজরুল ইসলাম মঞ্জু আরো বলেন, ‘তারেক রহমান দেশে ফিরে এই অন্যায় রায়ের বিরুদ্ধে আইনগতভাবে মোকাবিলা করবেন। সেদিনে এ দেশের কোটি কোটি জনতা তাঁর পাশে থেকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার চূড়ান্ত লড়াইয়ে ঝাপিয়ে পড়বে।
এই সমাবেশে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, সেকেন্দার জাফরউল্লা খান সাচ্চু , অধ্যক্ষ তরিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।
নগরীর সব থানায় প্রতিবাদ কর্মসূচি থাকলেও পুলিশ শুধু একটি সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানান মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।