তারেক রহমানের সাজা
যশোরে বাঘারপাড়া বিএনপির বিক্ষোভ

যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি। ছবি : এনটিভি
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
আজ বুধবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার টি এস আইউবের নেতৃত্বে বের হওয়া মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার টিএস আইউবের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপি ছাড়াও সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন।