ভেজাল ওষুধ তৈরি করায় সাজা-জরিমানা

টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে আজ ৪ ফেব্রুয়ারি-২০১৫, বুধবার বিপুল পরিমাণ ভেজাল হারবাল ওষুধ উদ্ধার করে র্যাব। এ সময় কারখানাটির মালিককে সাজা ও অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
টাঙ্গাইলে ভেজাল হারবাল ওষুধ তৈরির দায়ে কারখানার মালিককে এক সপ্তাহের কারাদণ্ডাদেশ এবং দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম রেজা এ আদেশ দেন।
র্যাব ১২-এর কোম্পানির কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, আজ সকালে র্যাবের একটি দল টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ার একটি বাসায় অভিযান চালায়। এ সময় ভেজাল হারবাল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল হারবাল সিরাপ, ক্যাপসুল ও ওষুধ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে কারখানার মালিক ফিরোজ খানকে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।