কল্যাণপুরে নিহত আরেক ‘জঙ্গি’ রংপুরের রায়হান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/28/photo-1469695239.jpg)
রাজধানীর কল্যাণপুরে পুলিশ ও সোয়াটের যৌথ অভিযানে নিহত নয় ‘জঙ্গি’র মধ্যে আরো একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রায়হান কবির। বাড়ি রংপুরের পীরগাছায়। তিনি স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। বাবার নাম শাজাহান কবির।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
এই নিয়ে নিহত আটজনের পরিচয় পাওয়া গেল। এর আগে জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত আঙুলের ছাপ মিলিয়ে সাত ‘জঙ্গির’ পরিচয় নিশ্চিত করে পুলিশ। তাঁরা হলেন—জোবায়ের হোসেন, সাজ্জাদ রউফ অর্ক ওরফে মরক্কো, আবদুল্লাহ, আবু হাকিম নাইম, তাজ উল হক রাশিক, আকিফুজ্জামান খান ও মতিয়ার রহমান।
গত মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে শুরু হয় ‘অপারেশন স্টর্ম ২৬’। ঘণ্টাখানেক মুহুর্মুহু গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভবনের নিয়ন্ত্রণ নেন। অভিযান শেষে ওই বাড়ি থেকে নয় ‘জঙ্গি’র লাশ উদ্ধার করা হয়।