নিহত পাঁচজনের বাড়ি চুয়াডাঙ্গায় শোকের মাতম

ঝিনাইদহে কাঁচামালবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে নিহত পাঁচজনের বাড়ি চুয়াডাঙ্গায় চলছে শোকের মাতম। দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়ে পরিবার-পরিজন দিশেহারা হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নিহত আবুল হাশেম ও মোস্তাকের দামুড়হুদার কাদিপুর গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। ছোট ছোট দুটি সন্তান নিয়ে মোস্তাকের স্ত্রীর আহাজারি করছে। একই অবস্থা দেখা যায় পার্শ্ববর্তী মোস্তাকের বাড়িতে। অন্য তিনজনের বাড়িতে চলছে শোকের মাতম।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ বলেন, ‘আমার উপজেলার যে তিনজন মারা গেছে, তাঁদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।’ দামুড়হুদার কাদিপুর গ্রামের নিহত দুজনের বিষয়ে একই কথা জানালেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান।
কাদিপুর গ্রামের ইউপি সদস্য শাহজামাল হোসেন বলেন, গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে ওই গ্রামের দুজনসহ মোট সাতজন মিষ্টিকুমড়া ও কচু বোঝাই করে মিনি ট্রাক নিয়ে খুলনা যাচ্ছিলেন। ঝিনাইদহের মহেশপুরের কাটাখালীতে ট্রাকের সামনের একটি চাকা ফেটে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় মালামালের বস্তার নিচে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের আবুল হাশেম (২৫) ও মোস্তাক হোসেন (৫৫) এবং জীবননগর উপজেলার একতারপুর গ্রামের মহিউদ্দিন (৫১), সেনেরহুদা গ্রামের মনজিল হোসেন (৩০) ও উথলী গ্রামের লিটন হোসেন (৩২)। আহত দুজন হলেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আবদুস সাত্তার (৫৫) এবং জীবননগরের উথলী গ্রামের লিটন আলী (৪০)।
এ দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তাঁর সহকারী পলাতক।